কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات - আয়াত নং -২৪ - মাক্কী
৭৯ : ২৪ فَقَالَ اَنَا رَبُّكُمُ الۡاَعۡلٰی ﴿۫ۖ۲۴﴾
আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’। আল-বায়ান
সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’। তাইসিরুল
আর বললঃ আমিই তোমাদের শ্রেষ্ঠ রাব্ব। মুজিবুর রহমান
And said, "I am your most exalted lord." Sahih International
২৪. অতঃপর বলল, আমিই তোমাদের সর্বোচ্চ রব।
-
তাফসীরে জাকারিয়া২৪। আর বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক।’
-
তাফসীরে আহসানুল বায়ান