৭৩ : ৩ نِّصۡفَهٗۤ اَوِ انۡقُصۡ مِنۡهُ قَلِیۡلًا ۙ﴿۳﴾

রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। আল-বায়ান

রাতের অর্ধেক (সময় দাঁড়াও) কিংবা তার থেকে কিছুটা কম কর, তাইসিরুল

অর্ধ রাত কিংবা তদপেক্ষা কিছু কম। মুজিবুর রহমান

Half of it - or subtract from it a little Sahih International

৩. আধা-রাত বা তার চেয়েও কিছু কম।

-

তাফসীরে জাকারিয়া

(৩) অর্ধরাত্রি কিংবা তার চাইতে অল্প।

-

তাফসীরে আহসানুল বায়ান