কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج - আয়াত নং -২৬ - মাক্কী
৭০ : ২৬ وَ الَّذِیۡنَ یُصَدِّقُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ ﴿۪ۙ۲۶﴾
আর যারা প্রতিফল-দিবসকে সত্য বলে বিশ্বাস করে। আল-বায়ান
যারা বিচার দিবসকে সত্য মানে। তাইসিরুল
এবং যারা কর্মফল দিনকে সত্য বলে জানে। মুজিবুর রহমান
And those who believe in the Day of Recompense Sahih International
২৬. আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
-
তাফসীরে জাকারিয়া(২৬) আর যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে। [1]
[1] অর্থাৎ, সে এ দিনকে না অস্বীকার করে। আর না সে তার ব্যাপারে কোন সন্দেহ পোষণ করে।
তাফসীরে আহসানুল বায়ান