কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াত নং -৮০ - মাক্কী
৫৬ : ৮০ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۸۰﴾
তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। আল-বায়ান
জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ, তাইসিরুল
ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ। মুজিবুর রহমান
[It is] a revelation from the Lord of the worlds. Sahih International
৮০. এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
-
তাফসীরে জাকারিয়া(৮০) এটা বিশ্ব-জাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।
-
তাফসীরে আহসানুল বায়ান