কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াত নং -৭৬ - মাক্কী
৫৬ : ৭৬ وَ اِنَّهٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ ﴿ۙ۷۶﴾
আর নিশ্চয় এটি এক মহাকসম, যদি তোমরা জানতে, আল-বায়ান
তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে! তাইসিরুল
অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে। মুজিবুর রহমান
And indeed, it is an oath - if you could know - [most] great. Sahih International
৭৬. আর নিশ্চয় এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে—
-
তাফসীরে জাকারিয়া(৭৬) অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে।[1]
[1] (এ বিশাল বিশ্বের কত দূর দূরান্তে যে তারকারাজি ছড়িয়ে আছে, তা কি মানুষের জানা সম্ভব? সত্যিই এ শপথ, মহাশপথ!)
তাফসীরে আহসানুল বায়ান