৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াত নং - ৯ - মাক্কী

৫৬ : ৯ وَ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ؕ﴿۹﴾

আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য! আল-বায়ান

আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি। তাইসিরুল

এবং বাম দিকের দল! কত হতভাগা বাম দিকের দল! মুজিবুর রহমান

And the companions of the left - what are the companions of the left? Sahih International

৯. এবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা!(১)

(১) মূল ইবারতে (أَصْحَابُ الْمَشْأَمَةِ) শব্দ ব্যবহৃত হয়েছে। مشأمة শব্দের উৎপত্তি হয়েছে شؤم থেকে। এর অর্থ, দূৰ্ভাগ্য, কুলক্ষণ, অশুভ লক্ষণ। আরবী ভাষায় বাঁ হাতকেও شؤمي বলা হয়। অতএব (أَصْحَابُ الْمَشْأَمَةِ) অর্থ দুৰ্ভগা লোক অথবা এমন লোক যারা আল্লাহর কাছে লাঞ্ছনার শিকার হবে এবং আল্লাহর দরবারে তাদেরকে বা দিকে দাঁড় করানো হবে। অথবা আমলনামা বাঁ হাতে দেয়া হবে। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৯) আর বাম হাত-ওয়ালারা; কত হতভাগ্য বাম হাত-ওয়ালারা![1]

[1] এ থেকে বুঝানো হয়েছে কাফেরদেরকে যাদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে।

তাফসীরে আহসানুল বায়ান