কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৫ সূরাঃ আর-রাহমান | Ar-Rahman | ٱلرَّحْمَٰن - আয়াত নং -৮ মাদানী
৫৫ : ৮ اَلَّا تَطۡغَوۡا فِی الۡمِیۡزَانِ ﴿۸﴾
যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না কর। আল-বায়ান
যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর, তাইসিরুল
যাতে তোমরা ভারসাম্য লংঘন না কর। মুজিবুর রহমান
That you not transgress within the balance. Sahih International
৮. যাতে তোমরা সীমালঙ্ঘন না কর দাঁড়িপাল্লায়।
-
তাফসীরে জাকারিয়া(৮) যাতে তোমরা ওজনে সীমালংঘন না কর। [1]
[1] অর্থাৎ, ওজনে ন্যায়পরায়ণতার গন্ডি অতিক্রম না কর।
তাফসীরে আহসানুল বায়ান