কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم - আয়াত নং -২৪ - মাক্কী
৫৩ : ২৪ اَمۡ لِلۡاِنۡسَانِ مَا تَمَنّٰی ﴿۫ۖ۲۴﴾
মানুষের জন্য তা কি হয়, যা সে চায়? আল-বায়ান
মানুষ কি তাই পায় যা সে চায়? (আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে সেভাবে দেন ইহকালে আর পরকালে), তাইসিরুল
মানুষ যা চায় তাই কি সে পায়? মুজিবুর রহমান
Or is there for man whatever he wishes? Sahih International
২৪. মানুষ যা চায় তাই কি সে পায়?
-
তাফসীরে জাকারিয়া(২৪) মানুষ যা আশা করে, তাই কি সে পায়? [1]
[1] অর্থাৎ, এরা যে চায়, এদের এই উপাস্যগুলো এদের উপকার করুক এবং এদের হয়ে সুপারিশ করুক, এটা কখনোই সম্ভব নয়।
তাফসীরে আহসানুল বায়ান