৪৪ সূরাঃ আদ-দুখান | Ad-Dukhan | سورة الدخان - আয়াত নং - ৫৯ - মাক্কী

৪৪ : ৫৯ فَارۡتَقِبۡ اِنَّهُمۡ مُّرۡتَقِبُوۡنَ ﴿۵۹﴾

অতএব তুমি অপেক্ষা কর, তারাও অপেক্ষাকারী। আল-বায়ান

কাজেই তুমি অপেক্ষা কর (তাদের পরিণতি দেখার জন্য) তারাও অপেক্ষা করছে (তোমাদের পরিণতি দেখার জন্য)। তাইসিরুল

সুতরাং তুমি প্রতীক্ষা কর, তারাওতো প্রতীক্ষমান। মুজিবুর রহমান

So watch, [O Muhammad]; indeed, they are watching [for your end]. Sahih International

৫৯. কাজেই আপনি প্রতীক্ষা করুন, নিশ্চয় তারা প্ৰতীক্ষমাণ।

-

তাফসীরে জাকারিয়া

(৫৯) সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিশ্চয় ওরাও প্রতীক্ষা করছে।[1]

[1] যদি এরা ঈমান না আনে, তবে তুমি আল্লাহর আযাবের অপেক্ষা কর। এরা তো এই অপেক্ষায় আছে যে, হতে পারে ইসলামের জয়লাভ ও প্রভাব-প্রতিপত্তির পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে।

তাফসীরে আহসানুল বায়ান