কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৪ সূরাঃ আদ-দুখান | Ad-Dukhan | ٱلدُّخَان - আয়াত নং -৯ - মাক্কী
৪৪ : ৯ بَلۡ هُمۡ فِیۡ شَكٍّ یَّلۡعَبُوۡنَ ﴿۹﴾
তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে। আল-বায়ান
কিন্তু তারা সংশয়ের মাঝে খেলায় মত্ত। তাইসিরুল
বস্তুতঃ তারা সন্দেহের বশবর্তী হয়ে হাসি ঠাট্টা করছে। মুজিবুর রহমান
But they are in doubt, amusing themselves. Sahih International
৯. বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে খেল–তামাসা করছে।
-
তাফসীরে জাকারিয়া(৯) বস্তুতঃ ওরা সন্দেহের বশবর্তী হয়ে খেল-তামাশা করছে। [1]
[1] অর্থাৎ, সত্য ও তার দলীলসমূহ তাদের কাছে এসে গেছে, কিন্তু তারা তার উপর ঈমান আনার পরিবর্তে সন্দেহে পড়ে রয়েছে এবং এই সন্দেহের সাথে সাথে বিদ্রূপ করায় ও খেল-তামাশায় মত্ত রয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান