১২ সূরাঃ ইউসুফ | Yusuf | يُوسُف - আয়াত নং -১৬ - মাক্কী

১২ : ১৬ وَ جَآءُوۡۤ اَبَاهُمۡ عِشَآءً یَّبۡكُوۡنَ ؕ﴿۱۶﴾

আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসল। আল-বায়ান

রাতের প্রথম প্রহরে তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসল। তাইসিরুল

তারা রাতে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট এলো। মুজিবুর রহমান

And they came to their father at night, weeping. Sahih International

১৬. আর তারা রাতের প্রথম প্রহরে কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে আসল।

-

তাফসীরে জাকারিয়া

(১৬) তারা রাতে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট এল।

-

তাফসীরে আহসানুল বায়ান