কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

১০৫ সূরাঃ আল-ফীল | Al-Fil | سورة الفيل - আয়াত নং - ৫ - মাক্কী

১০৫ : ৫ فَجَعَلَهُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ ﴿۵﴾

অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্যপাতার ন্যায়। আল-বায়ান

অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত। তাইসিরুল

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। মুজিবুর রহমান

And He made them like eaten straw. Sahih International

৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন।(১)

(১) عصف এর অর্থ শুষ্ক তৃণ-লতা, শুকনো খড়কুটো।। কঙ্কর নিক্ষিপ্ত হওয়ার ফলে আবরাহার সেনাবাহিনীর অবস্থা শুষ্ক তৃণ ভক্ষিত হওয়ার পর যা হয়, তদ্রুপই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। [তাবারী, ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

৫। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মত।[1]

[1] অর্থাৎ, তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো এমন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেমন হয় পশু কর্তৃক চিবানো ঘাস।

তাফসীরে আহসানুল বায়ান