কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৭ সূরাঃ আল-আ'লা | Al-A'la | سورة الأعلى - আয়াত নং - ১৯ - মাক্কী

৮৭ : ১৯ صُحُفِ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی ﴿۱۹﴾

ইবরাহীম ও মূসার সহীফাসমূহে। আল-বায়ান

ইবরাহীম ও মূসার কিতাবে। তাইসিরুল

(বিশেষতঃ) ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে। মুজিবুর রহমান

The scriptures of Abraham and Moses. Sahih International

১৯. ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।(১)

(১) অর্থাৎ এই সূরার সব বিষয়বস্তু অথবা সর্বশেষ বিষয়বস্তু (আখেরাত উৎকৃষ্ট ও চিরস্থায়ী হওয়া) পূর্ববর্তী ইবরাহীম ও মূসা আলাইহিস সালাম-এর সহীফাসমূহে লিখিত আছে। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

১৯। ইব্রাহীম ও মূসার গ্রন্থসমূহে।

-

তাফসীরে আহসানুল বায়ান