কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৪ সূরাঃ আল-ইনশিকাক | Al-Inshiqaq | ٱلْإِنْشِقَاق - আয়াত নং - ২২ - মাক্কী

৮৪ : ২২ بَلِ الَّذِیۡنَ كَفَرُوۡا یُكَذِّبُوۡنَ ﴿۫ۖ۲۲﴾

বরং কাফিররা অস্বীকার করে। আল-বায়ান

(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে। তাইসিরুল

পরন্তু কাফিরেরাই অসত্যারোপ করে, মুজিবুর রহমান

But those who have disbelieved deny, Sahih International

২২. বরং কাফিররা মিথ্যারোপ করে।

-

তাফসীরে জাকারিয়া

২২। বরং কাফেররা মিথ্যা মনে করে। [1]

[1] অর্থাৎ, ঈমান আনার (বিশ্বাস করার) পরিবর্তে মিথ্যা মনে করে।

তাফসীরে আহসানুল বায়ান