কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮২ সূরাঃ আল-ইনফিতার | Al-Infitar | سورة الإنفطار - আয়াত নং - ৩ - মাক্কী

৮২ : ৩ وَ اِذَا الۡبِحَارُ فُجِّرَتۡ ﴿ۙ۳﴾

আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে। আল-বায়ান

সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে, তাইসিরুল

যখন সমুদ্র উদ্বেলিত হবে, মুজিবুর রহমান

And when the seas are erupted Sahih International

৩. আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে,

-

তাফসীরে জাকারিয়া

৩। যখন সমুদ্রগুলি উদ্বেলিত হবে, [1]

[1] আর সমস্ত সমুদ্রের পানি একটি সমুদ্রে জমা হয়ে যাবে। (অথবা সমস্ত সমুদ্র একটি সমুদ্রে পরিণত হবে। লোনা-মিঠা এক হয়ে যাবে।) তারপর আল্লাহ তাআলা পশ্চিমী হাওয়া প্রেরণ করবেন, যা তাতে আগুন জ্বালিয়ে দেবে, যার ফলে আকাশ-ছোঁয়া আগুনের শিখা উঠতে থাকবে।

তাফসীরে আহসানুল বায়ান