কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮১ সূরাঃ আত-তাকভীর | At-Takwir | ٱلتَّكْوِير - আয়াত নং - ১২ - মাক্কী

৮১ : ১২ وَ اِذَا الۡجَحِیۡمُ سُعِّرَتۡ ﴿۪ۙ۱۲﴾

আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে। আল-বায়ান

যখন জাহান্নামকে উসকে দেয়া হবে, তাইসিরুল

জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে, মুজিবুর রহমান

And when Hellfire is set ablaze Sahih International

১২. আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্বলিত করা হবে,

-

তাফসীরে জাকারিয়া

১২। জাহান্নামের অগ্নিকে যখন প্রজ্বলিত করা হবে।

-

তাফসীরে আহসানুল বায়ান