কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات - আয়াত নং - ১৭ - মাক্কী
৭৯ : ১৭ اِذۡهَبۡ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰی ﴿۫ۖ۱۷﴾
‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে’। আল-বায়ান
‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে, তাইসিরুল
ফির‘আউনের নিকট যাও, সেতো সীমা লংঘন করেছে, মুজিবুর রহমান
"Go to Pharaoh. Indeed, he has transgressed. Sahih International
১৭. ফির’আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,
-
তাফসীরে জাকারিয়া১৭। ফিরআউনের নিকট যাও, সে তো সীমালংঘন করেছে। [1]
[1] অর্থাৎ, কুফর, অবাধ্যতা ও অহংকারের সীমা ছাড়িয়ে গেছে।
তাফসীরে আহসানুল বায়ান