কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات - আয়াত নং - ১২ - মাক্কী
৭৯ : ১২ قَالُوۡا تِلۡكَ اِذًا كَرَّۃٌ خَاسِرَۃٌ ﴿ۘ۱۲﴾
তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’। আল-বায়ান
তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’ তাইসিরুল
তারা বলেঃ তা’ই যদি হয় তাহলেতো এটা সর্বনাশা প্রত্যাবর্তন! মুজিবুর রহমান
They say, "That, then, would be a losing return." Sahih International
১২. তারা বলে, তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।
-
তাফসীরে জাকারিয়া১২। তারা বলে, ‘তা-ই যদি হয়, তাহলে তো এটা ক্ষতিকর প্রত্যাবর্তন!’ [1]
[1] অর্থাৎ, যদি সত্যিকারে ঐরূপই ঘটে যেমন নাকি মুহাম্মাদ বলে। তাহলে তো দ্বিতীয়বার জীবিত হওয়া আমাদের জন্য বড়ই ক্ষতিকর সাব্যস্ত হবে।
তাফসীরে আহসানুল বায়ান