কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج - আয়াত নং - ৩৩ - মাক্কী

৭০ : ৩৩ وَ الَّذِیۡنَ هُمۡ بِشَهٰدٰتِهِمۡ قَآئِمُوۡنَ ﴿۪ۙ۳۳﴾

আর যারা তাদের সাক্ষ্যদানে অটল, আল-বায়ান

যারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত, তাইসিরুল

আর যারা তাদের সাক্ষ্য দানে অটল, মুজিবুর রহমান

And those who are in their testimonies upright Sahih International

৩৩. আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল(১),

(১) অর্থাৎ, তারা যা জানে তাই সাক্ষ্য দেয়, কোন প্রকার পরিবর্ধন-পরিমার্জন বা পরিবর্তন ব্যতীত সাক্ষ্য দেয়; আর এ সাক্ষ্য দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন থাকে তার লক্ষ্য। [সা’দী]

তাফসীরে জাকারিয়া

(৩৩) আর যারা তাদের সাক্ষ্য দানে অটল। [1]

[1] অর্থাৎ, তারা সাক্ষ্য সঠিকভাবে প্রদান করে, যদিও এতে (সঠিক সাক্ষ্যদানে) তার কোন নিকটাত্মীয় ক্ষতিগ্রস্ত হয় তবুও। এ ছাড়া তারা (কোন স্বার্থে) সাক্ষ্য গোপনও করে না এবং তাতে কোন পরিবর্তনও করে না।

তাফসীরে আহসানুল বায়ান