কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج - আয়াত নং - ২৯ - মাক্কী

৭০ : ২৯ وَ الَّذِیۡنَ هُمۡ لِفُرُوۡجِهِمۡ حٰفِظُوۡنَ ﴿ۙ۲۹﴾

আর যারা তাদের যৌনাংগসমূহের হিফাযতকারী। আল-বায়ান

যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে তাইসিরুল

এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। মুজিবুর রহমান

And those who guard their private parts Sahih International

২৯. আর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী(১),

(১) লজ্জাস্থানের হিফাযতের অর্থ ব্যভিচার না করা এবং উলঙ্গপনা থেকেও দূরে থাকা, অনুরূপ যাবতীয় বেহায়াপনাও এর অন্তর্ভুক্ত। [দেখুন: সা'দী]

তাফসীরে জাকারিয়া

(২৯) আর যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে।

-

তাফসীরে আহসানুল বায়ান