কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج - আয়াত নং - ২০ - মাক্কী

৭০ : ২০ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوۡعًا ﴿ۙ۲۰﴾

যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকন্ঠিত। আল-বায়ান

বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত, তাইসিরুল

যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী। মুজিবুর রহমান

When evil touches him, impatient, Sahih International

২০. যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।

-

তাফসীরে জাকারিয়া

(২০) যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে হয় হা-হুতাশকারী।

-

তাফসীরে আহসানুল বায়ান