কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج - আয়াত নং - ৯ - মাক্কী

৭০ : ৯ وَ تَكُوۡنُ الۡجِبَالُ كَالۡعِهۡنِ ۙ﴿۹﴾

এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়। আল-বায়ান

আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত, তাইসিরুল

এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত। মুজিবুর রহমান

And the mountains will be like wool, Sahih International

৯. এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,

-

তাফসীরে জাকারিয়া

(৯) এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত। [1]

[1] অর্থাৎ, ধূনিত রঙিন তুলোর মত। যেমন, সূরা ক্বারিআহতে আছে। {كَالْعِهْنِ الْمَنْفُوْش}

তাফসীরে আহসানুল বায়ান