কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | ٱلْقَلَم - আয়াত নং - ৩৮ - মাক্কী

৬৮ : ৩৮ اِنَّ لَكُمۡ فِیۡهِ لَمَا تَخَیَّرُوۡنَ ﴿ۚ۳۸﴾

যে, নিশ্চয় তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ কর? আল-বায়ান

তোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ কর? তাইসিরুল

যে, তোমাদের জন্য ওতে রয়েছে যা তোমরা পছন্দ কর? মুজিবুর রহমান

That indeed for you is whatever you choose? Sahih International

৩৮. যে, নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ কর?

-

তাফসীরে জাকারিয়া

(৩৮) নিশ্চয় তোমাদের জন্য ওতে রয়েছে, যা তোমরা পছন্দ কর?

-

তাফসীরে আহসানুল বায়ান