কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
  ৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | ٱلْقَمَر - আয়াত নং - ৩০ - মাক্কী
 
          ৫৪ : ৩০ فَكَیۡفَ كَانَ عَذَابِیۡ  وَ نُذُرِ ﴿۳۰﴾  
          
           
          
          
          
          অতএব আমার আযাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল? আল-বায়ান
ফলে কত ভয়ংকর হয়েছিল আমার ‘আযাব ও ভীতি প্রদর্শন। তাইসিরুল
কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী! মুজিবুর রহমান
And how [severe] were My punishment and warning. Sahih International
৩০. অতএব কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও ভীতিপ্রদর্শন!
-
তাফসীরে জাকারিয়া(৩০) সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
-
তাফসীরে আহসানুল বায়ান