কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫২ সূরাঃ আত-তূর | At-Tur | ٱلطُّور - আয়াত নং - ৩৯ - মাক্কী

৫২ : ৩৯ اَمۡ لَهُ الۡبَنٰتُ وَ لَكُمُ الۡبَنُوۡنَ ﴿ؕ۳۹﴾

তবে কি কন্যাসন্তান তাঁর; আর পুত্রসন্তান তোমাদের? আল-বায়ান

নাকি আল্লাহর জন্য কন্যা সন্তান, আর তোমাদের জন্য পুত্র সন্তান? তাইসিরুল

তাহলে কি কন্যা সন্তান তাঁর জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? মুজিবুর রহমান

Or has He daughters while you have sons? Sahih International

৩৯. তবে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্ৰ সন্তান তোমাদের জন্য?

-

তাফসীরে জাকারিয়া

(৩৯) নাকি কন্যা-সন্তান তাঁর জন্য এবং পুত্র-সন্তান তোমাদের জন্য?

-

তাফসীরে আহসানুল বায়ান