কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫২ সূরাঃ আত-তূর | At-Tur | ٱلطُّور - আয়াত নং - ১৩ - মাক্কী

৫২ : ১৩ یَوۡمَ یُدَعُّوۡنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا ﴿ؕ۱۳﴾

সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল-বায়ান

যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেয়া হবে ধাক্কাতে ধাক্কাতে, তাইসিরুল

যেদিন তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে, মুজিবুর রহমান

The Day they are thrust toward the fire of Hell with a [violent] thrust, [its angels will say], Sahih International

১৩. যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে

-

তাফসীরে জাকারিয়া

(১৩) সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে[1] নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে।

[1] الدَّعَّ এর অর্থ হল অত্যন্ত জোরে ধাক্কা দেওয়া।

তাফসীরে আহসানুল বায়ান