কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫১ সূরাঃ আয-যারিয়াত | Adh-Dhariyat | ٱلذَّارِيَات - আয়াত নং - ১০ - মাক্কী
৫১ : ১০ قُتِلَ الۡخَرّٰصُوۡنَ ﴿ۙ۱۰﴾
মিথ্যাচারীরা ধ্বংস হোক! আল-বায়ান
অনুমানকারীরা ধ্বংস হোক, তাইসিরুল
অভিশপ্ত হোক মিথ্যাচারীরা। মুজিবুর রহমান
Destroyed are the falsifiers Sahih International
১০. ধ্বংস হোক মিথ্যাচারীরা(১),
(১) الْخَرَّاصُونَ এর অর্থ অনুমানকারী, যে ব্যক্তি অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। এখানে সেই কাফের ও অবিশ্বাসীদেরকে বোঝানো হয়েছে, যারা কোনো প্রমাণ ও কারণ ব্যতিরেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে পরস্পর বিরোধী উক্তি করত। কাজেই এর অনুবাদে মিথ্যাবাদীরা বলা হয়েছে। এই বাক্যে তাদের জন্যে অভিশাপের অর্থে বদ দু'আ রয়েছে। [ফাতহুল কাদীর]
তাফসীরে জাকারিয়া(১০) ধ্বংস হোক তারা, যারা আন্দাজে কথা বলে,
-
তাফসীরে আহসানুল বায়ান