কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৫ সূরাঃ ফাতির | Fatir | سورة فاطر - আয়াত নং - ২৩ - মাক্কী

৩৫ : ২৩ اِنۡ اَنۡتَ اِلَّا نَذِیۡرٌ ﴿۲۳﴾

তুমি তো একজন সতর্ককারী বৈ কিছু নও। আল-বায়ান

তুমি তো কেবল একজন সতর্ককারী। তাইসিরুল

তুমি একজন সতর্ককারী মাত্র। মুজিবুর রহমান

You, [O Muhammad], are not but a warner. Sahih International

২৩. আপনি তো একজন সতর্ককারী মাত্র।

-

তাফসীরে জাকারিয়া

(২৩) তুমি একজন সতর্ককারী মাত্র। [1]

[1] অর্থাৎ, তোমার কাজ হল দাওয়াত ও তবলীগ করা। কারো সুপথ পাওয়া বা না পাওয়া কেবল আল্লাহর এখতিয়ারে।

তাফসীরে আহসানুল বায়ান