কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
  ২৩ সূরাঃ আল-মুমিনুন | Al-Mu'minun | ٱلْمُؤْمِنُون - আয়াত নং - ৯৩ - মাক্কী
 
          ২৩ : ৯৩ قُلۡ  رَّبِّ   اِمَّا تُرِیَنِّیۡ  مَا یُوۡعَدُوۡنَ ﴿ۙ۹۳﴾  
          
           
          
          
          
          বল, ‘হে আমার রব, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা যদি আমাকে দেখাতে চান, আল-বায়ান
বল, ‘হে আমার প্রতিপালক! তুমি যদি আমাকে দেখাও (আমার জীবদ্দশায়) যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে, তাইসিরুল
বলঃ হে আমার রাব্ব! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে, তা যদি আপনি আমাকে দেখাতেন – মুজিবুর রহমান
Say, [O Muhammad], "My Lord, if You should show me that which they are promised, Sahih International
৯৩. হে আমার রব! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্ৰদান করা হচ্ছে, আপনি যদি তা আমাকে দেখাতে চান,
-
তাফসীরে জাকারিয়া(৯৩) বল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতে।
-
তাফসীরে আহসানুল বায়ান