কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

১৫ সূরাঃ আল-হিজর | Al-Hijr | ٱلْحِجْر - আয়াত নং - ৮৩ - মাক্কী

১৫ : ৮৩ فَاَخَذَتۡهُمُ الصَّیۡحَۃُ مُصۡبِحِیۡنَ ﴿ۙ۸۳﴾

কিন্তু ভোরে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। আল-বায়ান

অতঃপর এক সকালে প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল। তাইসিরুল

অতঃপর প্রভাতকালে মহানাদ তাদেরকে আঘাত করল। মুজিবুর রহমান

But the shriek seized them at early morning. Sahih International

৮৩. অতঃপর ভোরে বিকট চীৎকার তাদের পাকড়াও করল।

-

তাফসীরে জাকারিয়া

(৮৩) অতঃপর প্রভাতকালে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। [1]

[1] সালেহ (আঃ) বললেন যে, তোমাদের উপর তিনদিন পর আল্লাহর আযাব আসবে। সুতরাং চতুর্থ দিনে তাদের উপর এই আযাব এসে পড়ল।

তাফসীরে আহসানুল বায়ান