কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

১৫ সূরাঃ আল-হিজর | Al-Hijr | ٱلْحِجْر - আয়াত নং - ৬৭ - মাক্কী

১৫ : ৬৭ وَ جَآءَ اَهۡلُ الۡمَدِیۡنَۃِ یَسۡتَبۡشِرُوۡنَ ﴿۶۷﴾

আর শহরের অধিবাসীরা উৎফুল্ল হয়ে হাযির হল। আল-বায়ান

শহরের লোকেরা আনন্দ সহকারে (লূতের ঘরে) উপস্থিত হল। তাইসিরুল

নগরবাসীরা আনন্দোম্মাদ হয়ে উপস্থিত হল। মুজিবুর রহমান

And the people of the city came rejoicing. Sahih International

৬৭. আর নগরবাসী উল্লসিত হয়ে উপস্থিত হল।

-

তাফসীরে জাকারিয়া

(৬৭) নগরবাসিগণ উল্লাসিত হয়ে উপস্থিত হল। [1]

[1] এক দিকে লূত (আঃ)-এর বাড়িতে জাতির ধ্বংসের ফায়সালা হচ্ছে, আর অন্য দিকে লূত-সম্প্রদায় জানতে পারে যে, লূতের বাড়িতে কিছু সুদর্শন যুবক অতিথি এসেছে। তারা সমকামিতার অভ্যাস দরুন খুব খুশি হলো এবং খুশি খুশি লূত (আঃ)-এর নিকট এসে দাবি করল যে, ঐসব যুবকদেরকে তাদের হাতে তুলে দেওয়া হোক। যাতে তারা তাদের সাথে কুকর্ম করে নিজেদের যৌনক্ষুধা মিটাতে পারে!

তাফসীরে আহসানুল বায়ান