কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

১৫ সূরাঃ আল-হিজর | Al-Hijr | ٱلْحِجْر - আয়াত নং - ৫০ - মাক্কী

১৫ : ৫০ وَ اَنَّ عَذَابِیۡ هُوَ الۡعَذَابُ الۡاَلِیۡمُ ﴿۵۰﴾

আর আমার আযাবই যন্ত্রণাদায়ক আযাব। আল-বায়ান

আর আমার শাস্তি- তা বড়ই ভয়াবহ শাস্তি। তাইসিরুল

আর আমার শাস্তি! তা অতি মর্মন্তদ শাস্তি। মুজিবুর রহমান

And that it is My punishment which is the painful punishment. Sahih International

৫০. আর নিশ্চয় আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি!

-

তাফসীরে জাকারিয়া

(৫০) এবং আমার শাস্তিই হল অতি মর্মন্তুদ শাস্তি।’

-

তাফসীরে আহসানুল বায়ান