শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আত-ত্বীন আয়াত সংখ্যাঃ 8 - 
          
                       মাক্কী
                              
        
        
			 
    ১
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَٱلتِّينِ    
						
						
                        শপথ তীন (ডুমুর)
By the fig
						
                    
                    
                By the fig
    
        وَٱلزَّيْتُونِ    
						
						
                        এবং যয়তুনের (জলপাই)
and the olive
						
                    
                    
                and the olive
			 
    ২
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَطُورِ    
						
						
                        শপথ তুর পর্বতের
And (the) Mount
						
                    
                    
                And (the) Mount
    
        سِينِينَ    
						
						
                        সিনাই
Sinai
						
                    
                    
                Sinai
			 
    ৩
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَهَٰذَا    
						
						
                        শপথ এই
And this
						
                    
                    
                And this
    
        ٱلْبَلَدِ    
						
						
                        নগরীর
[the] city
						
                    
                    
                [the] city
    
        ٱلْأَمِينِ    
						
						
                        নিরাপদ
[the] secure
						
                    
                    
                [the] secure
			 
    ৪
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        لَقَدْ    
						
						
                        নিশ্চয়ই
Indeed
						
                    
                    
                Indeed
    
        خَلَقْنَا    
						
						
                        আমরা সৃষ্টি করেছি
We created
						
                    
                    
                We created
    
        ٱلْإِنسَٰنَ    
						
						
                        মানুষকে
man
						
                    
                    
                man
    
        فِىٓ    
						
						
                        মধ্যে
in
						
                    
                    
                in
    
        أَحْسَنِ    
						
						
                        সুন্দরতম
(the) best
						
                    
                    
                (the) best
    
        تَقْوِيمٍ    
						
						
                        গঠনে
mould
						
                    
                    
                mould
			 
    ৫
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        ثُمَّ    
						
						
                        এরপরে
Then
						
                    
                    
                Then
    
        رَدَدْنَٰهُ    
						
						
                        আমরা তাকে ফিরিয়ে দিয়েছি
We return him
						
                    
                    
                We return him
    
        أَسْفَلَ    
						
						
                        অতি নীচে
(to the) lowest
						
                    
                    
                (to the) lowest
    
        سَٰفِلِينَ    
						
						
                        সব নীচুর
(of the) low
						
                    
                    
                (of the) low
			 
    ৬
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        إِلَّا    
						
						
                        (তবে) ব্যতিক্রম
Except
						
                    
                    
                Except
    
        ٱلَّذِينَ    
						
						
                        (তাদের) যারা
those who
						
                    
                    
                those who
    
        ءَامَنُوا۟    
						
						
                        ঈমান এনেছে
believe
						
                    
                    
                believe
    
        وَعَمِلُوا۟    
						
						
                        এবং করেছে
and do
						
                    
                    
                and do
    
        ٱلصَّٰلِحَٰتِ    
						
						
                        সৎকর্ম
righteous deeds
						
                    
                    
                righteous deeds
    
        فَلَهُمْ    
						
						
                        তাদের জন্য (রয়েছে)
then for them
						
                    
                    
                then for them
    
        أَجْرٌ    
						
						
                        প্রতিফল
(is a) reward
						
                    
                    
                (is a) reward
    
        غَيْرُ    
						
						
                        অশেষ
never
						
                    
                    
                never
    
        مَمْنُونٍ    
						
						
                        অশেষ
ending
						
                    
                    
                ending
			 
    ৭
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        فَمَا    
						
						
                        সুতরাং কিসে
Then what
						
                    
                    
                Then what
    
        يُكَذِّبُكَ    
						
						
                        তোমাকে অস্বীকার করায়
causes you to deny
						
                    
                    
                causes you to deny
    
        بَعْدُ    
						
						
                        এরপরে
after (this)
						
                    
                    
                after (this)
    
        بِٱلدِّينِ    
						
						
                        বিচার দিনের ব্যাপারে
the judgment?
						
                    
                    
                the judgment?
			 
    ৮
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        أَلَيْسَ    
						
						
                        নন কি
Is not
						
                    
                    
                Is not
    
        ٱللَّهُ    
						
						
                        আল্লাহ
Allah
						
                    
                    
                Allah
    
        بِأَحْكَمِ    
						
						
                        শ্রেষ্ঠ বিচারক
(the) Most Just
						
                    
                    
                (the) Most Just
    
        ٱلْحَٰكِمِينَ    
						
						
                        সব বিচারকের
(of) the Judges?
						
                    
                    
                (of) the Judges?
  
           
      
    দেখানো হচ্ছেঃ  ১ থেকে ৮ পর্যন্ত, সর্বমোট ৮ টি রেকর্ডের মধ্য থেকে