শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আর-রাহমান আয়াত সংখ্যাঃ 78 -
মাদানী
১
ٱلرَّحْمَٰنُ
অশেষ দয়ালু (আল্লাহ্)
The Most Gracious
The Most Gracious
২
عَلَّمَ
শিক্ষা দিয়েছেন
He taught
He taught
ٱلْقُرْءَانَ
(এই) কুরআন
the Quran
the Quran
৩
خَلَقَ
তিনি সৃষ্টি করেছেন
He created
He created
ٱلْإِنسَٰنَ
মানুষকে
[the] man
[the] man
৪
عَلَّمَهُ
তাকে শিখিয়েছেন
He taught him
He taught him
ٱلْبَيَانَ
ভাব প্রকাশ করতে
[the] speech
[the] speech
৫
ٱلشَّمْسُ
সূর্য
The sun
The sun
وَٱلْقَمَرُ
ও চাঁদ
and the moon
and the moon
بِحُسْبَانٍ
একটি হিসাব অনুসরণ করেই চলে
by (precise) calculation
by (precise) calculation
৬
وَٱلنَّجْمُ
এবং তারকা
And the stars
And the stars
وَٱلشَّجَرُ
ও গাছপালা
and the trees
and the trees
يَسْجُدَانِ
উভয়ে সিজদারত
both prostrate
both prostrate
৭
وَٱلسَّمَآءَ
এবং আকাশকে
And the heaven
And the heaven
رَفَعَهَا
তা সমুন্নত করেছেন তিনি
He raised it
He raised it
وَوَضَعَ
ও স্থাপন করেছেন
and He has set up
and He has set up
ٱلْمِيزَانَ
মানদণ্ড
the balance
the balance
৮
أَلَّا
(ঐকান্তিক দাবি) না যেন
That not
That not
تَطْغَوْا۟
তোমরা সীমা লঙ্ঘন কর
you may transgress
you may transgress
فِى
মধ্যে
in
in
ٱلْمِيزَانِ
মানদণ্ডের
the balance
the balance
৯
وَأَقِيمُوا۟
এবং তোমরা প্রতিষ্ঠা করো
And establish
And establish
ٱلْوَزْنَ
ওজন
the weight
the weight
بِٱلْقِسْطِ
ন্যায্য ভাবে
in justice
in justice
وَلَا
এবং না
and (do) not
and (do) not
تُخْسِرُوا۟
তোমরা কম দিয়ো
make deficient
make deficient
ٱلْمِيزَانَ
দাঁড়িপাল্লায়/ পরিমাপে
the balance
the balance
১০
وَٱلْأَرْضَ
এবং পৃথিবীকে
And the earth
And the earth
وَضَعَهَا
তা তিনি স্থাপন করেছেন
He laid it
He laid it
لِلْأَنَامِ
সৃষ্ট জীবের জন্যে
for the creatures
for the creatures
১১
فِيهَا
তার মধ্যে (আছে)
Therein
Therein
فَٰكِهَةٌ
ফলমূল
(is) fruit
(is) fruit
وَٱلنَّخْلُ
ও খেজুর গাছ
and date-palms
and date-palms
ذَاتُ
আছে
having
having
ٱلْأَكْمَامِ
আবরণ বিশিষ্ট (যার ফল)
sheaths
sheaths
১২
وَٱلْحَبُّ
এবং শস্য
And the grain
And the grain
ذُو
আছে
having
having
ٱلْعَصْفِ
ভুসি বিশিষ্ট (দানা)
husk
husk
وَٱلرَّيْحَانُ
ও সুগন্ধ (বিশিষ্ট উদ্ভিদ)
and scented plants
and scented plants
১৩
فَبِأَىِّ
অতএব কোন কোন
So which
So which
ءَالَآءِ
অনুগ্রহ সমূহকে
(of the) favors
(of the) favors
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
(of) your Lord
(of) your Lord
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে
will you both deny?
will you both deny?
১৪
خَلَقَ
তিনি সৃষ্টি করেছেন
He created
He created
ٱلْإِنسَٰنَ
মানুষকে
the man
the man
مِن
থেকে
from
from
صَلْصَٰلٍ
শুকনো ঠনঠনে মাটি
clay
clay
كَٱلْفَخَّارِ
(যা) পোড়া মাটির মতো
like the pottery
like the pottery
১৫
وَخَلَقَ
এবং সৃষ্টি করেছেন
And He created
And He created
ٱلْجَآنَّ
জিনকে
the jinn
the jinn
مِن
থেকে
from
from
مَّارِجٍ
শিখা
a smokeless flame
a smokeless flame
مِّن
থেকে
of
of
نَّارٍ
আগুনের
fire
fire
১৬
فَبِأَىِّ
অতএব
So which
So which
ءَالَآءِ
অনুগ্রহকে
(of the) favors
(of the) favors
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
(of) your Lord
(of) your Lord
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে
will you both deny?
will you both deny?
১৭
رَبُّ
(তিনিই) মালিক
Lord
Lord
ٱلْمَشْرِقَيْنِ
দুই উদয়াচলের
(of) the two Easts
(of) the two Easts
وَرَبُّ
ও মালিক
and Lord
and Lord
ٱلْمَغْرِبَيْنِ
দুই অস্তাচলের
(of) the two Wests
(of) the two Wests
১৮
فَبِأَىِّ
অতএব কোন কোন
So which
So which
ءَالَآءِ
অনুগ্রহকে
(of the) favors
(of the) favors
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
(of) your Lord
(of) your Lord
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে
will you both deny?
will you both deny?
১৯
مَرَجَ
প্রবাহিত করেছেন
He released
He released
ٱلْبَحْرَيْنِ
দুই সমুদ্রকে
the two seas
the two seas
يَلْتَقِيَانِ
পরস্পরে মিলিত হয়
meeting
meeting
২০
بَيْنَهُمَا
তাদের উভয়ের মাঝে (তবুও)
Between both of them
Between both of them
بَرْزَخٌ
অন্তরাল (আছে)
(is) a barrier
(is) a barrier
لَّا
(যার) না
not
not
يَبْغِيَانِ
উভয়ে সীমা অতিক্রম করে
they transgress
they transgress
দেখানো হচ্ছেঃ ১ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৭৮ টি রেকর্ডের মধ্য থেকে
পাতা নাম্বারঃ