শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আদ-দুখান আয়াত সংখ্যাঃ 59 - 
          
                       মাক্কী
                              
        
        
			 
    ১
                            
                   
						
						
	
                    
 
    
    
        حمٓ    
						
						
                        হা-মীম
Ha Meem
						
                    
                    
                Ha Meem
			 
    ২
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَٱلْكِتَٰبِ    
						
						
                        শপথ (এই) কিতাবের
By the Book
						
                    
                    
                By the Book
    
        ٱلْمُبِينِ    
						
						
                        সুস্পষ্ট
the clear
						
                    
                    
                the clear
			 
    ৩
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        إِنَّآ    
						
						
                        নিশ্চয়ই আমরা
Indeed We
						
                    
                    
                Indeed We
    
        أَنزَلْنَٰهُ    
						
						
                        তা আমরা অবতীর্ণ করেছি
revealed it
						
                    
                    
                revealed it
    
        فِى    
						
						
                        মধ্যে
in
						
                    
                    
                in
    
        لَيْلَةٍ    
						
						
                        এক রাতের
a Night
						
                    
                    
                a Night
    
        مُّبَٰرَكَةٍ    
						
						
                        সৌভাগ্যময়
Blessed
						
                    
                    
                Blessed
    
        إِنَّا    
						
						
                        নিশ্চয়ই আমরা
Indeed We
						
                    
                    
                Indeed We
    
        كُنَّا    
						
						
                        আমরা ছিলাম
[We] are
						
                    
                    
                [We] are
    
        مُنذِرِينَ    
						
						
                        সতর্ককারী
(ever) warning
						
                    
                    
                (ever) warning
			 
    ৪
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        فِيهَا    
						
						
                        তার মধ্যে(অর্থাৎ সেই রাতে)
Therein
						
                    
                    
                Therein
    
        يُفْرَقُ    
						
						
                        স্থির করা হয়
is made distinct
						
                    
                    
                is made distinct
    
        كُلُّ    
						
						
                        প্রত্যেক
every
						
                    
                    
                every
    
        أَمْرٍ    
						
						
                        বিষয়
affair
						
                    
                    
                affair
    
        حَكِيمٍ    
						
						
                        বিজ্ঞতাপূর্ণ
wise
						
                    
                    
                wise
			 
    ৫
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        أَمْرًا    
						
						
                        নির্দেশক্রমে
A command
						
                    
                    
                A command
    
        مِّنْ    
						
						
                        থেকে
from
						
                    
                    
                from
    
        عِندِنَآ    
						
						
                        আমাদের নিকট
Us
						
                    
                    
                Us
    
        إِنَّا    
						
						
                        নিশ্চয়ই আমরা
Indeed We
						
                    
                    
                Indeed We
    
        كُنَّا    
						
						
                        আমরা ছিলাম
[We] are
						
                    
                    
                [We] are
    
        مُرْسِلِينَ    
						
						
                        (এক রাসূল) প্রেরণকারী
(ever) sending
						
                    
                    
                (ever) sending
			 
    ৬
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        رَحْمَةً    
						
						
                        অনুগ্রহস্বরূপ
As Mercy
						
                    
                    
                As Mercy
    
        مِّن    
						
						
                        পক্ষ হ'তে
from
						
                    
                    
                from
    
        رَّبِّكَ    
						
						
                        তোমার রবের
your Lord
						
                    
                    
                your Lord
    
        إِنَّهُۥ    
						
						
                        নিশ্চয়ই তিনি
Indeed He
						
                    
                    
                Indeed He
    
        هُوَ    
						
						
                        তিনিই
[He]
						
                    
                    
                [He]
    
        ٱلسَّمِيعُ    
						
						
                        সব কিছুই শুনেন
(is) the All-Hearer
						
                    
                    
                (is) the All-Hearer
    
        ٱلْعَلِيمُ    
						
						
                        সবকিছু জানেন
the All-Knower
						
                    
                    
                the All-Knower
			 
    ৭
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        رَبِّ    
						
						
                        (তিনি) রব
Lord
						
                    
                    
                Lord
    
        ٱلسَّمَٰوَٰتِ    
						
						
                        আকাশের
(of) the heavens
						
                    
                    
                (of) the heavens
    
        وَٱلْأَرْضِ    
						
						
                        ও পৃথিবীর
and the earth
						
                    
                    
                and the earth
    
        وَمَا    
						
						
                        এবং যা কিছু
and whatever
						
                    
                    
                and whatever
    
        بَيْنَهُمَآ    
						
						
                        উভয়ের মাঝে আছে
(is) between both of them
						
                    
                    
                (is) between both of them
    
        إِن    
						
						
                        যদি
if
						
                    
                    
                if
    
        كُنتُم    
						
						
                        তোমরা হয়ে থাকো
you
						
                    
                    
                you
    
        مُّوقِنِينَ    
						
						
                        নিশ্চিত বিশ্বাসী
would be certain
						
                    
                    
                would be certain
			 
    ৮
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        لَآ    
						
						
                        নেই
(There is) no
						
                    
                    
                (There is) no
    
        إِلَٰهَ    
						
						
                        কোনো ইলাহ
god
						
                    
                    
                god
    
        إِلَّا    
						
						
                        ছাড়া
except
						
                    
                    
                except
    
        هُوَ    
						
						
                        তিনি
Him;
						
                    
                    
                Him;
    
        يُحْىِۦ    
						
						
                        তিনি জীবন দেন
He gives life
						
                    
                    
                He gives life
    
        وَيُمِيتُ    
						
						
                        এবং মৃত্যুও ঘটান
and causes death
						
                    
                    
                and causes death
    
        رَبُّكُمْ    
						
						
                        তোমাদের রব
your Lord
						
                    
                    
                your Lord
    
        وَرَبُّ    
						
						
                        ও রব
and (the) Lord
						
                    
                    
                and (the) Lord
    
        ءَابَآئِكُمُ    
						
						
                        তোমাদের পিতৃপুরুষদের
(of) your fathers
						
                    
                    
                (of) your fathers
    
        ٱلْأَوَّلِينَ    
						
						
                        পূর্বকালের
the former
						
                    
                    
                the former
			 
    ৯
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        بَلْ    
						
						
                        বরং
Nay
						
                    
                    
                Nay
    
        هُمْ    
						
						
                        তারা
they
						
                    
                    
                they
    
        فِى    
						
						
                        মধ্যে
(are) in
						
                    
                    
                (are) in
    
        شَكٍّ    
						
						
                        সন্দেহের
doubt -
						
                    
                    
                doubt -
    
        يَلْعَبُونَ    
						
						
                        খেলা করছে
playing
						
                    
                    
                playing
			 
    ১০
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        فَٱرْتَقِبْ    
						
						
                        সুতরাং অপেক্ষা করো
Then watch
						
                    
                    
                Then watch
    
        يَوْمَ    
						
						
                        সেই দিনের (যখন)
(for the) Day
						
                    
                    
                (for the) Day
    
        تَأْتِى    
						
						
                        আসবে
(when) will bring
						
                    
                    
                (when) will bring
    
        ٱلسَّمَآءُ    
						
						
                        আকাশ
the sky
						
                    
                    
                the sky
    
        بِدُخَانٍ    
						
						
                        নিয়ে ধোঁয়া (আচ্ছন্ন হয়ে)
smoke
						
                    
                    
                smoke
    
        مُّبِينٍ    
						
						
                        সুস্পষ্ট
visible
						
                    
                    
                visible
			 
    ১১
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        يَغْشَى    
						
						
                        ঢেকে নিবে
Enveloping
						
                    
                    
                Enveloping
    
        ٱلنَّاسَ    
						
						
                        মানুষকে
the people
						
                    
                    
                the people
    
        هَٰذَا    
						
						
                        এটাই
This
						
                    
                    
                This
    
        عَذَابٌ    
						
						
                        শাস্তি
(will be) a punishment
						
                    
                    
                (will be) a punishment
    
        أَلِيمٌ    
						
						
                        নিদারুণ
painful
						
                    
                    
                painful
			 
    ১২
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        رَّبَّنَا    
						
						
                        "(এখন তারা বলে) হে আমাদের রব
"Our Lord!
						
                    
                    
                "Our Lord!
    
        ٱكْشِفْ    
						
						
                        দূর করো
Remove
						
                    
                    
                Remove
    
        عَنَّا    
						
						
                        আমাদের থেকে
from us
						
                    
                    
                from us
    
        ٱلْعَذَابَ    
						
						
                        শাস্তি
the punishment;
						
                    
                    
                the punishment;
    
        إِنَّا    
						
						
                        নিশ্চয়ই আমরা
indeed we
						
                    
                    
                indeed we
    
        مُؤْمِنُونَ    
						
						
                        বিশ্বাসী হবো (ঈমান আনবো)"
(are) believers"
						
                    
                    
                (are) believers"
			 
    ১৩
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        أَنَّىٰ    
						
						
                        কেমন করে হবে
How can
						
                    
                    
                How can
    
        لَهُمُ    
						
						
                        তাদের জন্যে
(there be) for them
						
                    
                    
                (there be) for them
    
        ٱلذِّكْرَىٰ    
						
						
                        উপদেশ গ্রহণ (সম্ভব হবে)
the reminder
						
                    
                    
                the reminder
    
        وَقَدْ    
						
						
                        অথচ নিশ্চয়ই
when verily
						
                    
                    
                when verily
    
        جَآءَهُمْ    
						
						
                        তাদের কাছে এসেছে
had come to them
						
                    
                    
                had come to them
    
        رَسُولٌ    
						
						
                        একজন রাসূল
a Messenger
						
                    
                    
                a Messenger
    
        مُّبِينٌ    
						
						
                        সুস্পষ্ট
clear
						
                    
                    
                clear
			 
    ১৪
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        ثُمَّ    
						
						
                        এরপরও
Then
						
                    
                    
                Then
    
        تَوَلَّوْا۟    
						
						
                        তারা ফিরে যায়
they turned away
						
                    
                    
                they turned away
    
        عَنْهُ    
						
						
                        তা হ'তে
from him
						
                    
                    
                from him
    
        وَقَالُوا۟    
						
						
                        এবং তারা বললো
and said
						
                    
                    
                and said
    
        مُعَلَّمٌ    
						
						
                        "(সে একজন) প্রশিক্ষণপ্রাপ্ত
"One taught
						
                    
                    
                "One taught
    
        مَّجْنُونٌ    
						
						
                        পাগল"
a mad man"
						
                    
                    
                a mad man"
			 
    ১৫
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        إِنَّا    
						
						
                        নিশ্চয়ই আমরা
Indeed We
						
                    
                    
                Indeed We
    
        كَاشِفُوا۟    
						
						
                        দূর করে দিই
(will) remove
						
                    
                    
                (will) remove
    
        ٱلْعَذَابِ    
						
						
                        শাস্তি
the punishment
						
                    
                    
                the punishment
    
        قَلِيلًا    
						
						
                        কিছুটা (তবুও)
a little
						
                    
                    
                a little
    
        إِنَّكُمْ    
						
						
                        তোমরা নিশ্চয়ই
indeed you
						
                    
                    
                indeed you
    
        عَآئِدُونَ    
						
						
                        আগের অবস্হায় ফিরে যাও (যা পূর্বে করতে)
(will) return
						
                    
                    
                (will) return
			 
    ১৬
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        يَوْمَ    
						
						
                        যেদিন
(The) Day
						
                    
                    
                (The) Day
    
        نَبْطِشُ    
						
						
                        আমরা পাকড়াও করবো
We will seize
						
                    
                    
                We will seize
    
        ٱلْبَطْشَةَ    
						
						
                        পাকড়াও
(with) the seizure
						
                    
                    
                (with) the seizure
    
        ٱلْكُبْرَىٰٓ    
						
						
                        কঠিনভাবে
the greatest
						
                    
                    
                the greatest
    
        إِنَّا    
						
						
                        নিশ্চয়ই আমরা
indeed We
						
                    
                    
                indeed We
    
        مُنتَقِمُونَ    
						
						
                        প্রতিশোধ গ্রহণকারী(সেহদিন)
(will) take retribution
						
                    
                    
                (will) take retribution
			 
    ১৭
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَلَقَدْ    
						
						
                        এবং নিশ্চয়ই
And certainly
						
                    
                    
                And certainly
    
        فَتَنَّا    
						
						
                        আমরা পরীক্ষা করেছি
We tried
						
                    
                    
                We tried
    
        قَبْلَهُمْ    
						
						
                        তাদের পুর্বে
before them
						
                    
                    
                before them
    
        قَوْمَ    
						
						
                        জাতিকে
(the) people
						
                    
                    
                (the) people
    
        فِرْعَوْنَ    
						
						
                        ফিরআউনের
(of) Firaun
						
                    
                    
                (of) Firaun
    
        وَجَآءَهُمْ    
						
						
                        এবং তাদের কাছে এসেছিলো
and came to them
						
                    
                    
                and came to them
    
        رَسُولٌ    
						
						
                        একজন রাসূল
a Messenger
						
                    
                    
                a Messenger
    
        كَرِيمٌ    
						
						
                        মহান
noble
						
                    
                    
                noble
			 
    ১৮
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        أَنْ    
						
						
                        (সে বলেছিলো) যে
That
						
                    
                    
                That
    
        أَدُّوٓا۟    
						
						
                        "তোমরা সমর্পণ করো
"Deliver
						
                    
                    
                "Deliver
    
        إِلَىَّ    
						
						
                        আমার কাছে
to me
						
                    
                    
                to me
    
        عِبَادَ    
						
						
                        দাসদেরকে
(the) servants
						
                    
                    
                (the) servants
    
        ٱللَّهِ    
						
						
                        আল্লাহ্র
(of) Allah
						
                    
                    
                (of) Allah
    
        إِنِّى    
						
						
                        নিশ্চয়ই আমি
Indeed I am
						
                    
                    
                Indeed I am
    
        لَكُمْ    
						
						
                        তোমাদের জন্যে
to you
						
                    
                    
                to you
    
        رَسُولٌ    
						
						
                        রাসূল
a Messenger
						
                    
                    
                a Messenger
    
        أَمِينٌ    
						
						
                        বিশ্বস্ত
trustworthy
						
                    
                    
                trustworthy
			 
    ১৯
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَأَن    
						
						
                        এবং (এও বলেছিল) যে
And that
						
                    
                    
                And that
    
        لَّا    
						
						
                        না
(do) not
						
                    
                    
                (do) not
    
        تَعْلُوا۟    
						
						
                        বড়াই করো
exalt yourselves
						
                    
                    
                exalt yourselves
    
        عَلَى    
						
						
                        উপর
against
						
                    
                    
                against
    
        ٱللَّهِ    
						
						
                        আল্লাহ্র
Allah
						
                    
                    
                Allah
    
        إِنِّىٓ    
						
						
                        আমি নিশ্চয়ই
Indeed I
						
                    
                    
                Indeed I
    
        ءَاتِيكُم    
						
						
                        তোমাদের কাছে এসেছি
[I] have come to you
						
                    
                    
                [I] have come to you
    
        بِسُلْطَٰنٍ    
						
						
                        নিয়ে প্রমাণ
with an authority
						
                    
                    
                with an authority
    
        مُّبِينٍ    
						
						
                        সুস্পষ্ট
clear
						
                    
                    
                clear
			 
    ২০
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَإِنِّى    
						
						
                        এবং নিশ্চয়ই আমি
And indeed I
						
                    
                    
                And indeed I
    
        عُذْتُ    
						
						
                        আশ্রয় নিয়েছি
[I] seek refuge
						
                    
                    
                [I] seek refuge
    
        بِرَبِّى    
						
						
                        আমার রবের (কাছে)
with my Lord
						
                    
                    
                with my Lord
    
        وَرَبِّكُمْ    
						
						
                        এবং তোমাদের (প্রকৃত রবের)
and your Lord
						
                    
                    
                and your Lord
    
        أَن    
						
						
                        (এ হ'তে) যে
lest
						
                    
                    
                lest
    
        تَرْجُمُونِ    
						
						
                        আমাকে তোমরা পাথর মেরে হত্যা করবে
you stone me
						
                    
                    
                you stone me
  
           
      
    দেখানো হচ্ছেঃ  ১ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৫৯ টি রেকর্ডের মধ্য থেকে
    
  
    পাতা নাম্বারঃ