শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-মাসাদ (লাহাব) আয়াত সংখ্যাঃ 5 - 
          
                       মাক্কী
                              
        
        
			 
    ১
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        تَبَّتْ    
						
						
                        ধ্বংস হোক
Perish
						
                    
                    
                Perish
    
        يَدَآ    
						
						
                        দু'হাত
(the) hands
						
                    
                    
                (the) hands
    
        أَبِى    
						
						
                        আবু
(of) Abu
						
                    
                    
                (of) Abu
    
        لَهَبٍ    
						
						
                        লাহাবের
Lahab
						
                    
                    
                Lahab
    
        وَتَبَّ    
						
						
                        এবং সেও ধ্বংস হোক
and perish he
						
                    
                    
                and perish he
			 
    ২
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        مَآ    
						
						
                        না
Not
						
                    
                    
                Not
    
        أَغْنَىٰ    
						
						
                        কাজে আসলো
(will) avail
						
                    
                    
                (will) avail
    
        عَنْهُ    
						
						
                        তার পক্ষে
him
						
                    
                    
                him
    
        مَالُهُۥ    
						
						
                        তার সম্পদ
his wealth
						
                    
                    
                his wealth
    
        وَمَا    
						
						
                        আর যা
and what
						
                    
                    
                and what
    
        كَسَبَ    
						
						
                        সে  উপার্জন করেছিল
he earned
						
                    
                    
                he earned
			 
    ৩
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        سَيَصْلَىٰ    
						
						
                        শীঘ্রই জ্বলবে
He will be burnt
						
                    
                    
                He will be burnt
    
        نَارًا    
						
						
                        আগুনে
(in) a Fire
						
                    
                    
                (in) a Fire
    
        ذَاتَ    
						
						
                        সমন্বিত
of
						
                    
                    
                of
    
        لَهَبٍ    
						
						
                        শিখা
Blazing Flames
						
                    
                    
                Blazing Flames
			 
    ৪
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        وَٱمْرَأَتُهُۥ    
						
						
                        এবং তার স্ত্রীও
And his wife
						
                    
                    
                And his wife
    
        حَمَّالَةَ    
						
						
                        বহনকারিণী
(the) carrier
						
                    
                    
                (the) carrier
    
        ٱلْحَطَبِ    
						
						
                        কাঠের
(of) firewood
						
                    
                    
                (of) firewood
			 
    ৫
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                            
                   
						
						
	
                    
 
    
    
        فِى    
						
						
                        মধ্যে
Around
						
                    
                    
                Around
    
        جِيدِهَا    
						
						
                        তার গলার
her neck
						
                    
                    
                her neck
    
        حَبْلٌ    
						
						
                        দড়ি
(will be) a rope
						
                    
                    
                (will be) a rope
    
        مِّن    
						
						
                        থেকে
of
						
                    
                    
                of
    
        مَّسَدٍۭ    
						
						
                        পাকানো
palm-fiber
						
                    
                    
                palm-fiber
  
           
      
    দেখানো হচ্ছেঃ  ১ থেকে ৫ পর্যন্ত, সর্বমোট ৫ টি রেকর্ডের মধ্য থেকে