৩৮০

পরিচ্ছেদঃ ১৩) পাঁচ ওয়াক্ত নামায আদায় করা উহার প্রতি যত্নবান হওয়া এবং উহা ওয়াজেব হওয়ার ব্যাপারে ঈমান রাখার প্রতি উদ্বুদ্ধকরণ

৩৮০. (ছহীহ লি গাইরিহী) ত্বাবরানী [আওসাত গ্রন্থে] বর্ণনা করেন সালমা ইবনে আকওয়া (রাঃ) থেকে। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমরা জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের আমলগুলোর মধ্যে থেকে সর্বাধিক ফযীলতপূর্ণ আমল হচ্ছে নামায।" (তাবারানী আওসাত গ্রন্থে ৭/১১৬)

الترغيب في الصلوات الخمس والمحافظة عليها والإيمان بوجوبها

(صحيح لغيره) ورواه الطبراني في الأوسط من حديث سَلَمَةَ بن الأَكْوَعِ وقال فيه وَاعْلَمُوا أَنَّ أَفْضَلَ أَعْمَالِكُمُ الصَّلاةُ

صحيح لغيره ورواه الطبراني في الاوسط من حديث سلمة بن الاكوع وقال فيه واعلموا ان افضل اعمالكم الصلاة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)