২১৬

পরিচ্ছেদঃ ১১. আঙ্গুল সমূহ খিলাল[1] করার প্রতি উদ্বুদ্ধকরণ ও তা পরিত্যাগ করা এবং যে অংশ ধৌত করা ওয়াজিব তাতে শিথীলতা করার প্রতি ভীতি প্রদর্শনঃ ([1] . খিলাল বলা হয়, দু’দাঁতের মধ্যে থেকে খাদ্যের কণা ইত্যাদি বের করার জন্য যে শলা বা কাঠি ব্যবহার করা হয় তাকে। এখানে উদ্দেশ্য হচ্ছে, দাড়ির চুলকে ফাঁক করে তার মধ্যে এবং হাত ও পায়ের দু’আঙ্গুলের ফাঁকে অন্য আঙ্গুল দ্বারা পানি পৌঁছানো।)

২১৬. (হাসান লি গাইরিহী) আবু আইয়ূব আল্ আনসারী (রাঃ) হতে বর্ণিত। ... রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’আমার উম্মতের মধ্যে খিলালকারীগণ কতই না উত্তম।’’

(ত্বাবরানী [কাবীর গ্রন্থে] ১৫৯৬ হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في تخليل الأصابع والترهيب من تركه وترك الإسباغ إذا أخل بشيء من القدر الواجب

(حسن لغيره) عن أبي أيوب الأنصاري رَضِيَ اللَّهُ عَنْهُ قال ... رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : حَبَّذَا الْمُتَخَلِّلُونَ من أمتي...رواه الطبراني في الكبير

حسن لغيره عن ابي ايوب الانصاري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم حبذا المتخللون من امتيرواه الطبراني في الكبير

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৪. পবিত্রতা (كتاب الطهارة)