২০৫

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২০৫. (সহীহ) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’আমার উম্মতের উপর আমি যদি কষ্টকর মনে না করতাম, তবে তাদেরকে প্রত্যেক সালাতের সাথে মেসওয়াক করার নির্দেশ দিতাম।

(হাদীছটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ৮৮৭ ও মুসলিম ২৫২, নাসাঈ ১/২৬৬, ইবনে মাজাহ ২৮৭। ইবনে হিব্বান ১০৬৫, আহমাদ ২/২৪৫, ইবনে খুযায়মাহ ১/৭৩ এ হাদীছের বাক্য বুখারীর)

মুসলিমের বর্ণনায় বলা হয়ঃ প্রত্যেক ছালাতের সময়।

(হাসান সহীহ্) (আরো বর্ণনা করেন নাসাঈ, ইবনু মাজাহ্ ও ইবনু হিব্বান) তবে ইবনু হিব্বানের বর্ণনা এভাবেঃ  مع الوضوء عند كل صلاة ’’প্রত্যেক ছালাতের সময় ওযুর সাথে।’’

(সহীহ্) (আহমাদ ও ইবনু খুযায়মার রেওয়ায়াত এভাবেঃ لأمرتهم بالسواك مع كل وضوء ’’তবে তাদেরকে প্রত্যেক ওযুর সাথে মেসওয়াক করার আদেশ করতাম।’’

الترغيب في السواك وما جاء في فضله

(صحيح) عن أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتهمْ بِالسِّوَاكِ مَعَ الْوُضُوءِ عِنْد كُلِّ صَلَاةٍ. رواه البخاري واللفظ له ومسلم

صحيح عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لولا ان اشق على امتي لامرتهم بالسواك مع الوضوء عند كل صلاة رواه البخاري واللفظ له ومسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৪. পবিত্রতা (كتاب الطهارة)