১৯৬

পরিচ্ছেদঃ ৭) ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্ধুদ্ধ করণ

১৯৬. (হাসান সহীহ্) আবু আইয়ূব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি শুনেছি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যেভাবে নির্দেশ দেয়া হয়েছে সেভাবে যে ব্যাক্তি ওযু সম্পাদন করবে, যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে সালাত আদায় করবে, তার পূর্বকৃত আমলর পাপ ক্ষমা করা হবে।’’

(হাদীছটি বর্ণনা করেছেন নাসাঈ ১/৯১, ইবনু মাজাহ্ ১৩৯৬, দারেমী, আহমাদ ও ইবনু হিব্বান ১০৩৯)[1] তবে ইবনু হিব্বান বলেনঃ ’’তার পূর্বের পাপসমূহ ক্ষমা করা হবে।’’

الترغيب في الوضوء وإسباغه

(حسن صحيح) وَعَنْ أَبِي أَيُّوبَ قَالَ :سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ تَوَضَّأَ كَمَا أُمِرَ وَصَلَّى كَمَا أُمِرَ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ عَمَلٍ
. رواه النسائي وابن ماجه وابن حبان

حسن صحيح وعن ابي ايوب قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضا كما امر وصلى كما امر غفر له ما تقدم من عمل رواه النساىي وابن ماجه وابن حبان

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৪. পবিত্রতা (كتاب الطهارة)