২১৫১

পরিচ্ছেদঃ ১৪. কলসে নাবীয প্রস্তুত এবং এতে যা কিছু ভিজিয়ে রাখা হয় তা নিষিদ্ধ

২১৫১. ফুযাইল ইবনু যাইদ আর রাক্কাশী রাহি. হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনু মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু এর এসে বললেন, আমাদের যে সকল পানীয় হারাম করা হয়েছে, আপনি আমাকে সেগুলি জানান। তিনি বললেন, মদ। তিনি বলেন, আমি বললাম, তা তো কুরআনেই আছে।

তিনি বললেন, আমি তোমাকে কেবল এমন হাদীসই বর্ণনা করব, যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি।– তিনি তাঁর নাম দিয়ে কিংবা রিসালাত দিয়ে শুরু করলেন।তিনি বলেন, তখন তিনি বললেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ’দুব্বা’ (লাউয়ের খোলের) ও ’হানতাম’ (মাটি দ্বারা তৈরী এক প্রকার সবুজ কলস) ও ’নাকির’ (খেজুর গাছের মুল-কাণ্ড খুঁড়ে বানানো কাঠের পাত্র বিশেষ) ব্যবহার করতে নিষেধ করেছেন।[1]

بَاب النَّهْيِ عَنْ نَبِيذِ الْجَرِّ وَمَا يُنْبَذُ فِيهِ

أَخْبَرَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ فُضَيْلِ بْنِ زَيْدٍ الرَّقَاشِيِّ أَنَّهُ أَتَى عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ فَقَالَ أَخْبِرْنِي بِمَا يَحْرُمُ عَلَيْنَا مِنْ الشَّرَابِ فَقَالَ الْخَمْرُ قَالَ قُلْتُ هُوَ فِي الْقُرْآنِ قَالَ مَا أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَأَ بِالِاسْمِ أَوْ قَالَ بِالرِّسَالَةِ قَالَ نَهَى عَنْ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ

اخبرنا ابو النعمان حدثنا ثابت بن يزيد حدثنا عاصم عن فضيل بن زيد الرقاشي انه اتى عبد الله بن مغفل فقال اخبرني بما يحرم علينا من الشراب فقال الخمر قال قلت هو في القران قال ما احدثك الا ما سمعت محمدا صلى الله عليه وسلم بدا بالاسم او قال بالرسالة قال نهى عن الدباء والحنتم والنقير

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৯. পানীয় অধ্যায় (كتاب الأشربة)