১২২৮

পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা

১২২৮(২৩)। ইবনে মাখলাদ (রহঃ)... ওয়াকী’ (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। কায়েস ও ইবনে আবু লায়লা (রহঃ) ইবনুল ইস্বাহানী সূত্রে এর বিপরীত বর্ণনা করেছেন। তার সনদ সহীহ নয়।।

بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ

حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ : مِثْلَهُ . خَالَفَهُ قَيْسٌ وَابْنُ أَبِي لَيْلَى ، عَنِ ابْنِ الْأَصْبَهَانِيِّ ، وَلَا يَصِحُّ إِسْنَادُهُ

حدثنا ابن مخلد ثنا الحساني ثنا وكيع مثله خالفه قيس وابن ابي ليلى عن ابن الاصبهاني ولا يصح اسناده

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ওয়াকী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)