১০৫৭

পরিচ্ছেদঃ ২১. জামাআত, জামাআতে নামায আদায়কারী এবং ইমাম প্রসঙ্গে

১০৫৭(২). আহমাদ ইবনুল আব্বাস আল-বাগাবী (রহঃ) ... উম্মে ওয়ারাকা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আযান ও ইকামত দেয়ার এবং তাকে (উম্মে ওয়ারাকাকে) তার এখানে উপস্থিত মহিলাদের ইমামতি করার অনুমতি দান করেন।

بَابٌ فِي ذِكْرِ الْجَمَاعَةِ وَأَهْلِهَا ، وَصِفَةِ الْإِمَامِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ ، ثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، نَا الْوَلِيدُ بْنُ جُمَيْعٍ ، عَنْ أُمِّهِ ، عَنْ أُمِّ وَرَقَةَ : " أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذِنَ لَهَا أَنْ يُؤَذَّنَ لَهَا وَيُقَامَ ، وَتَؤُمَّ نِسَاءَهَا

حدثنا احمد بن العباس البغوي ثنا عمر بن شبة ثنا ابو احمد الزبيري نا الوليد بن جميع عن امه عن ام ورقة ان رسول الله صلى الله عليه وسلم اذن لها ان يوذن لها ويقام وتوم نساءها

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)