পরিচ্ছেদঃ ৯৭. গর্ভবতী মহিলা যখন রক্ত দেখে
৯৭১. হাজ্জাজ থেকে বর্ণিত, আতা ও হাকাম উভয়ে বলেন: গর্ভবতী নারী যদি রক্ত দেখে, তবে সে ওযু করবে এবং সালাত আদায় করবে।’[1]
بَاب فِي الْحُبْلَى إِذَا رَأَتْ الدَّمَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا هُشَيْمٌ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ عَطَاءٍ وَالْحَكَمِ قَالَا إِذَا رَأَتْ الْحَامِلُ الدَّمَ تَوَضَّأَتْ وَصَلَّتْ
إسناده ضعيف لضعف حجاج وهو: ابن أرطاة
اخبرنا محمد بن عيسى حدثنا هشيم حدثنا حجاج عن عطاء والحكم قالا اذا رات الحامل الدم توضات وصلت
اسناده ضعيف لضعف حجاج وهو: ابن ارطاة
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ। এতে হাজ্জাজ ইবনু আরতাহ রয়েছে। আমি বলছি, আতার হাদীসটি পরবর্তী আসছে যা সহীহ হাদীস।
তাখরীজ: এটি সামনে ৯৮৩ (অনুবাদের ক্রম ৯৭৭) নং এ আসছে।
তাখরীজ: এটি সামনে ৯৮৩ (অনুবাদের ক্রম ৯৭৭) নং এ আসছে।