পরিচ্ছেদঃ ৯৭. গর্ভবতী মহিলা যখন রক্ত দেখে
৯৬৫. আবুল মুগীরাহ, আওযাঈ রাহি. হতে অনুরূপ বর্ণনা করেছেন।[1]
بَاب فِي الْحُبْلَى إِذَا رَأَتْ الدَّمَ
                      أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ عَنْ الْأَوْزَاعِيِّ مِثْلَهُ 
رجاله ثقات                    
                      اخبرنا ابو المغيرة عن الاوزاعي مثله 
رجاله ثقات                    
                  
                  [1] তাহক্বীক্ব: এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
তাখরীজ: এটি আর এখানে ছাড়া আর কোথাও পাইনি। দেখুন, আল ইসতিযকার ৩/১৯৮।
              
              
            তাখরীজ: এটি আর এখানে ছাড়া আর কোথাও পাইনি। দেখুন, আল ইসতিযকার ৩/১৯৮।