পরিচ্ছেদঃ ৯৬. যখন কোনো মহিলার হায়েযের দিনগুলি ইসতিহাযার দিনগুলি সাথে মিশ্রিত হয়ে যায়
৯৫২. এবং ইয়াহইয়া ইবনু আবী কাছীর বলেন, পঁয়তাল্লিশ দিন।[1]
بَابُ إِذَا اخْتَلَطَتْ عَلَى الْمَرْأَةِ أَيَّامُ حَيْضِهَا فِي أيَّامِ اسْتِحَاضَتِهَا
وَقَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ بِخَمْسَةٍ وَأَرْبَعِينَ يَوْمًا
وقال يحيى بن ابي كثير بخمسة واربعين يوما
[1] তাহক্বীক্ব: আগের হাদীসটির সনদই এ সনদ। (তথা সহীহ।)
তাখরীজ: এটি সামনে ১২১৮ নং এ আসছে।
তাখরীজ: এটি সামনে ১২১৮ নং এ আসছে।