পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪০৭৬-[১৩] ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে জিনিসের মধ্যে প্রাণ আছে, তোমরা তাকে লক্ষ্যবস্তু করো না। (মুসলিম)[1]
الْفَصْلُ الْأَوَّلُ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا» . رَوَاهُ مُسلم
وعن ابن عباس ان النبي صلى الله عليه وسلم قال: «لا تتخذوا شيىا فيه الروح غرضا» . رواه مسلم
[1] সহীহ : সহীহ মুসলিম ৫১৭১, সুনানুন্ নাসায়ী ৪৪৪৩, সুনান ইবনু মাজাহ ৩১৮৭, সহীহ ইবনু হিব্বান ৫৬০৮, মুসনাদে আহমাদ ২৫৩২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮৫১৭, সহীহুল জামি‘ ৭২১৮।