১৫৬৩

পরিচ্ছেদঃ

১৫৬৩। ব্যক্তি কর্তৃক তার নিজের জন্য দুআ করা হচ্ছে সর্বোত্তম দুআ।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে হাকিম (১/৫৪৩) মুবারাক ইবনু হাসসান সূত্রে আতা হতে, তিনি আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কোন দু’আটি উত্তম এ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেনঃ ব্যক্তি কর্তৃক তার নিজের জন্য দু’আ করা। হাকিম বলেনঃ সনদটি সহীহ। আর হাফিয যাহাবী তার প্রতিবাদ করে বলেনঃ বর্ণনাকারী মুবারাক দুর্বল।

“আত-তাকরীব” গ্রন্থে এসেছেঃ তিনি হাদীসের ক্ষেত্রে দুর্বল।

أفضل الدعاء دعاء المرء لنفسه
ضعيف

-

أخرجه الحاكم (1 / 543) من طريق المبارك بن حسان عن عطاء عن عائشة رضى الله عنها قالت: " سئل رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أفضل؟ قال: " دعاء المرء لنفسه ". وقال: " صحيح الإسناد "! ورده الذهبي بقوله: " قلت: مبارك واه " وفي " التقريب ": " لين الحديث

افضل الدعاء دعاء المرء لنفسه ضعيف - اخرجه الحاكم (1 / 543) من طريق المبارك بن حسان عن عطاء عن عاىشة رضى الله عنها قالت: " سىل رسول الله صلى الله عليه وسلم اي الدعاء افضل؟ قال: " دعاء المرء لنفسه ". وقال: " صحيح الاسناد "! ورده الذهبي بقوله: " قلت: مبارك واه " وفي " التقريب ": " لين الحديث
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ