পরিচ্ছেদঃ
১৩৭২। আলহামদু হচ্ছে শুকরিয়াহ জ্ঞাপন করার মূল। যে বান্দা আল্লাহর প্রশংসা করল না সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করল না।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে বাগাবী "শারহুস সুন্নাহ" গ্রন্থে (২/১৪৪) ও খাত্তাবী “গারীবুল হাদীস” গ্রন্থে (১/৬৭) কাতাদাহ হতে, তিনি আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। ইবনু আমর এবং কাতাদার মধ্যে সনদে বিচ্ছিন্নতার কারণে। হাকিম বলেনঃ আনাস ইবনু মালেক (রাঃ) ছাড়া অন্য কোন সাহাবী হতে কাতাদাহ শ্রবণ করেননি। ইমাম আহমাদ হতেও এরূপ বক্তব্য বর্ণিত হয়েছে।
الحمد رأس الشكر، ما شكر الله عبد لا يحمده
ضعيف
-
أخرجه البغوي في " شرح السنة " (144/2) والخطابي في " غريب الحديث " (67/1) من طريق قتادة عن عبد الله بن عمرو مرفوعا به
قلت: وهذا إسناد ضعيف، لانقطاعه بين قتادة وابن عمرو، فقد قال الحاكم
" لم يسمع قتادة من صحابي غير أنس ". وعن أحمد مثله
والحديث عزاه السيوطي في " الجامع " لأبي يعلى والبيهقي في " شعب الإيمان
وأعله بالانقطاع في شرح التقريب " كما نقله عنه المناوي