পরিচ্ছেদঃ ১১. মুসাফির ও পীড়িত ব্যক্তির সালাত - যে ব্যক্তি কোন প্রয়োজনে সফরে আছে, কিন্তু তার সময়সীমা নির্দিষ্ট করতে পারছে না তার বিধান
৪৩৬. আবূ দাউদে ’ইমরান বিন হুসাইনের বর্ণনায় আছে- ’আঠারো দিন’।[1]
وَلَهُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: ثَمَانِيَ عَشْرَةَ
-
ضعيف. رواه أبو داود (1229) وفي سنده علي بن زيد بن جدعان، وهو ضعيف
وله عن عمران بن حصين: ثماني عشرة
-
ضعيف. رواه ابو داود (1229) وفي سنده علي بن زيد بن جدعان، وهو ضعيف
[1] ইমরান বিন হুসাইন, ইমাম জয়লায়ী হাদীসটিকে যঈফ বলেছেন। نصب الراية ২য় খন্ড ১৮৪ পৃষ্ঠা। ইমাম নববী তাঁর আল মাজমু (৪/৩৬০) গ্রন্থে বলেন, এর সানাদে এমন বর্ণনাকারী রয়েছেন যার হাদীস গ্রহণযোগ্য নয়। শাইখ সুমাইর আয যুহাইরী বলেন, এর সানাদে এর সানাদে আলী বিন যায়দ বিন যাদ আন রয়েছেন, তিনি দুর্বল।